![]() |
Al-Khair Travels & Tours |
২০১৩ইং সালেব় ওমব়াহ্ ও হাজ্জ বু্কিং চলছে!
সরকার কর্তিক অনুমোদিত পবিত্র উমরা ও এজেন্ট
আল-খায়ের ট্রাভেলস এন্ড টুরাস
২০১৩ইং সালের পবিত্র উমরাহ ও হাজ্জ পালনে সর্বোত্তম সেবাদানে বিস্শস্ত প্রতিষ্ঠান |আমাদের সেবা সমূহ :
১.পবিত্র মক্কায় দীর্ঘ দিন অবস্থানকরাই প্রশিক্ষিত আলেমেদীনদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে উমরাহ ও হজ্জের কার্যাদি সুষ্ঠভাবে সুসম্পন্ন করানো হয়
২.সৌদি দ্রুতাবাস থেকে ভিসা প্রস্সেসিং করে সৌদি অথবা বাংলাদেশ বিমানে জেদ্দায় যাতাওয়াত ব্যবস্থা করা হয়
৩.হাজি সাহেবানদের নিজ নিজ এলাকা থেকে ঢাকা বিমান বন্দরে নিয়েযাওয়া এবং হাজ্জ পালন শেষে নিজ এলাকায় পৌছে দেওয়া হয়
৪.পবিত্র মক্কা ও মদিনা সরিফের নিকটে লিফট ও এসি সহ আবাসন ব্যবস্থা করা হয় , হইতে ৫০০-৮০০ মিটারের মধ্যে বাসার বেবস্থা করা হয় ।
৫.বাংলাদেশী বাবুর্চি দ্বারা তিনবার সাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশন করা হয়
৬.আল্লাহর মেহমানদের অভিজ্ঞ আলেমেদীন দ্বারা মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ যিয়ারাত এর ব্যবস্থা করাহয়
আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন | আমীন |
No comments:
Post a Comment
Thank u. > www.fb.com/AKTTBD